Posts

এক নজরে আইএসএসবি-র চারদিন 4 Days of ISSB at a glance (1st day)

Image
  প্রথম দিন আইএসএসবি তে নির্ধারিত দিনে সকাল ৭-৩০ এর পূর্বে যোগদান করতে হয়। সকাল ৭ টার মধ্যেই যোগদান করতে ভাল হয়। সামরিক বাহিনী তে নির্ধারিত সময়ের ০১ মিনিট পরে হলেও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না। পোশাকঃ প্রবেশের সময় পোশাক হবে পুরুষদের ক্ষেত্রে ফুল প্যান্ট, ফুল হাতা শার্ট ও সু, টাই থাকা উত্তম। শীতের সময় স্যুট হলে ভালো। মহিলাদের ক্ষেত্রে মার্জিত কালারের ও ডিজাইনের ফ্রি পিস। তবে অনেকে স্যুট ও পড়ে থাকে। শীতে পোশাকের সাথে মানানসই কার্ডিগান/সুয়েটার হতে পারে। লাগেজঃ আইএসএসবি তে প্রবেশে পর তোমার সাথে থাকা প্রবেশ পত্র, কলম, পেন্সিল, রাবার, শার্পনার একটি ছোট ব্যাগে রাখবে। বাকী জিনিসপত্র বড় লাগেঞ্জ ইলি/ ব্যাগে নিয়ে যাবে। তোমার লাগেজ ভেতরে জমা রাখবে। তোমাদের তিন সারিতে সারিবদ্ধভাবে দাঁড় করাবে। মোট পরীক্ষার্থীদের হিসাব করা হবে। সনদপত্র চেক এবং বায়োমেট্রিক (আংগুলের ছাপ) আইএসএসবি তে প্রবেশের পর পরই প্রবেশ পত্র চেক এবং আংগুলের ছাপ নেয়া হবে। প্রবেশপত্র সাথে না থাকলে তথ্য যাচাই করে প্রবেশ পত্র প্রদান করা হয়। ভেতরে প্রবেশের অনুমতি পেলেই তোমাকে চেস্ট নম্বর দেয়া হবে। আইএসএসবি-তে থাকাকালীন সব সময় এ